বাউফলে সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ

বাউফলে সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ

মো. দেলোয়ার হোসেন, বাউফলঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে গরুর হাট সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সড়ক ও জনপথ বিভাগ ১৯ লাখ টাকা ব্যায়ে সড়কটি প্রশস্তকরণের কাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছর ওই সড়ক প্রশস্ত করণের জন্য সড়ক ও জনপথ বিভাগ মোজাহার এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। সিডিউল অনুযায়ী সড়কটির দুই পাশে ২ ফুট করে ৫০০ মিটার পর্যন্ত বালু ও খোয়া দিয়ে ফিলিং করে সাববেজ নির্মাণের পর ইটের সলিং দিয়ে প্রশস্ত করতে হবে।
সরেজমিন পরিদর্শনকালে এলাকাবাসী জানান,নিম্মমানের ইট দিয়ে সাববেজ নির্মাণের পর সলিং করা হচ্ছে।বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
আবদুর রহমান নামের এক ব্যক্তি বলেন,এত নিম্মমানের ইট ও খোয়া ব্যবহার করা হচ্ছে যা হাতে নিয়ে চাপ দিলে ডাষ্ট হয়ে যাচ্ছে।এভাবে যেনতেনভাবে কাজ করা হলে সড়কটির স্থায়িত্ব দীর্ঘ হবে না।
কাজের তদারকির দায়িত্বে থাকা পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারি প্রকৌশলী সাগর জোমাদ্দারকে সাইটে পাওয়া যায়নি। ঠিকাদারের কোনো প্রতিনিধিকেও দেখা যায়নি। শ্রমিকরা যে যার মতো করে কাজ করছে।
অবশ্য মুঠোফোনে এসব অভিযোগ অস্বীকার করে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এএম আতিকউল্লাহ বলেন, অনিয়মের কোনো সুযোগ নেই। প্রকল্প ভিজিট করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।